হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- ১১ই এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের শেষে হাসান ও জয়ের সমন্বয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলে, জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রহিম, পলাশ,আশরাফুল, এলমান সহ এলাকার সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন ও সিলোনিয়া জামে মসজিদ এর খতিব সহ অন্যান্যরা।
প্রতিবাদি বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী গাজায় গণহত্যা বন্ধ না করলে কঠিন কর্মসূচি দেওয়া হবে। মুসলিমরা এখন থেকে হাত গুটিয়ে বসে থাকবে না প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে মুসলিমরা প্রস্তুত। এই ছাড়াও বক্তারা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করে বলেন যে সকল ইসরাইলি পূর্ণ রয়েছে সেই সকল পূর্ণ বয়কট এবং বিক্রি করা বন্ধ যেন রাখে।