1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত প্রধান প্রকৌশলী শামীম আখতারসহ ১৬ জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর জামালপুর শহর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সন্ত্রাসী সাইফুল ইসলাম বিশেষ অভিযানে গ্রেপ্তার – দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ ড. রেদোয়ান আহমেদ কৃষকদের উন্নয়ন ছাড়া সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়- আবু নাসের মো: রহমাতুল্লাহ পটুয়াখালী জেলা গলাচিপায় প্রচারিত সংবাদ দেখে ছেলের বিরুদ্ধে মা আঙেঁচ বেগমের সংবাদ সম্মেলন ভিপি নূরের জন্মদিন উপলক্ষে অসহায় মাঝে কম্বল বিতরণ পীরগঞ্জে নিসচা দাউদকান্দির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফেরির রুট অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১০ বার দেখা হয়েছে

শনিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পদ্মা সেতুতে বার বার ফেরির ধাক্কা লাগার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রানা প্লাজা যখন ভাঙলো তখন মহীউদ্দীন খান আলমগীরের মতো একজন শিক্ষিত মানুষ বললেন বিএনপি ঝাঁকি দিয়ে ফেলে দিয়েছে। এটাতো কমনসেন্সের ব্যাপার, ফেরি চালাতে পারছে না, এখন পদ্মায় তীব্র স্রোত। পদ্মাতো ছোটখাটো নদী না। সেই পদ্মার স্রোতে এ ধরনের ছোটখাটো ফেরিতো কিছুটা ডাইভার্ট হবেই। সেজন্য দরকার ফেরির রুটটা সরিয়ে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এটা উচিত ছিলো। তাদের অবশ্য সুবিধা আছে, ভেঙে গেলে আবার নতুন করে বানাবে, অনেক টাকা খরচ করতে পারবে। বুড়িগঙ্গার উপরে প্রথম যে সেতুটি, সেটাতে জাহাজ লেগে গিয়ে ভেঙে গেলো। সেখানে আবার কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট হবে। প্রজেক্টই তাদের দরকার।

তিনি বলেন, পদ্মা সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করা ও ছবি তোলার জন্য ১৩৫ কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে। টাকাতো গৌড়ি সেন দেয়, সেজন্য অসুবিধা নেই। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, আমরা আগে যে ফুলছড়ি ঘাট-বাহাদুরাবাদ ঘাট দিয়ে পার হয়ে গাইবান্ধা হয়ে যেতাম। যখন যমুনা সেতু হয়নি। সেটা নাকি আবার চালু করার জন্য ১৩৫ কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে জাহাজ আর চলে না। কারণ নাব্যতা নেই।

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পাকিস্তান ভারতকে বলে লাভ নেই। বাংলাদেশে কী হচ্ছে সেটা বলতে হবে। আমরা ১৯৭১ সালে যে আশা-আকাঙ্খা নিয়ে যুদ্ধ করেছিলাম, লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। গুম হয়ে যাওয়ার জন্য? ইলিয়াস আলী একজন সংসদ সদস্য, চৌধুরী আলম একজন জনপ্রিয় কমিশনার, একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, একজন ব্যারিস্টার তাদের কোনো খোঁজ নেই। আমাদের দলের প্রায় ৫০০ জনের ওপরে গুম হয়ে গেছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে তারা যে অপকর্মের সঙ্গে জড়িত সেটা প্রমাণ করেছেন।

বিএনপির মহাসচিব বলেন, নোয়াখালীতে বিএনপি নেতা হারুন অর রশীদ মোল্লাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com