বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারত ও বাংলাদেশ পর্যায়ক্রমে বইমেলার আয়োজন করবে দুই বাংলার সংস্কৃতি বিনিময়ের জন্যে। কলকাতা বই মেলার উদ্যোক্তা পাবলিশার্স আন্ড বুকসেলার্স গিল্ড এর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। গিল্ড এর দুই কর্তা সভাপতি সুধাংশু দে এবং সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ঢাকা তে এই মর্মে একটি বৈঠকে সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক কমিটির পক্ষে মাজহারুল হোসেন ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষে তারিক হোসেন ছোটন। ঠিক হয়েছে যে একবার এপার বাংলায় এবং একবার ওপার বাংলায় বইমেলা হবে। বইয়ের আদান-প্রদান যাতে সুগম হয় দুই বাংলার মধ্যে তারও ব্যবস্থা করা হবে।