বগুড়া জেলাপ্রতিনিধি : বগুড়ার শেরপুরে অপহরণের তিন দিন পর সজিব হোসেন (১২) ও শামীম হোসেন (১২) কে উদ্ধার করে।
এ ঘটনায় অপহরনকারী হিজড়া বলে খ্যাত নায়েব আলী (৫৫) কে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ। গ্রেফতার নায়েব আলী শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার নওগা জেলার মহাদেবপুর থানার রায়না ইউনিয়নের কালনাজিলানী পাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে কিশোরদ্বয় উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। একই দিন সকাল সাড়ে ৯টার দিকে থানায় একটি মামলা দায়ের হয় বলে থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আনন্দ কুমার মোহন্ত নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত কিশোরদ্বয়ের মধ্যে সজীব হোসেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লবনকোটা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে পঞ্চম শ্রেণীর ছাত্র। অপরজন শামীম হোসেন জেলার ধুনট উপজেলার চাপড়া গ্রামের সাহেব আলীর ছেলে। সে মির্জাপুরের একটি হোটেল বয়ের কাজ করতো। উল্লেখিত কিশোরদ্বয় গত ১৬ নভেম্বর বুধবার দুপুরে অপহরণ হয়।
মামলার বাদি আমিনুল ইসলাম জানান, সজীব হোসেন আমার মেয়ের শশুড়বাড়ি উপজেলার মির্জাপুর বাজার এলাকায় নুর মোহাম্মদের বাড়ীতে থেকে লেখাপড়া করছিল। সে সুযোগে কিশোর সজীব পাশেই একটি হোটেলের বয় কিশোর শামীম হোসেন ও বাবুর্চি নায়েব আলীর সাথে গল্পগুজব করতো। গল্পের প্রেক্ষিতে হোটেল বাবুর্চি নায়েব আলী(কথিত হিজড়া) গত ১৬ নভেম্বর দুপুরে কিশোরদ্বয়কে নানাভাবে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে ওই কিশোরদ্বয়কে খুজে না পাওয়ায় শেরপুর থানা পুলিশে অবগত করা হয়।
এরপর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আনন্দ কুমার মোহন্ত অপহৃত কিশোর শামীমের মোবাইল ফোন নম্বরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং বগুড়া ও নওগা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নওগা জেলার মহাদেবপুর থানার রায়না ইউনিয়নের কালনাজিলানী পাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে কিশোরদ্বয় উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেন।
তবে অপহরণকারী নায়েব আলী কিশোরদ্বয় মাথায় একটি বিশেষ তেল মাখিয়ে দেয়ায় তারা স্বাভাবিক কখাগুলো বলার সক্ষমতা হারায়। তাছাড়া কিশোরদ্বয়কে পাশ্ববর্তী দেশ ভারতে পাচার করে দেয়ার চেষ্টা করছিল বলে থানা পুলিশের এস আই জানান।
এ ঘটনায় কিশোর সজীবের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে অপহরণকারী নায়েব আলীর বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে গ্রেফতারকৃত নায়েব আলীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।