বঙ্গনিউজবিডি ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের উন্নয়নের গতি স্থবির হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আগেই বাংলাদেশ উন্নত হতো।
মঙ্গলবার (১৫ আগস্ট) কাকরাইলের তথ্য ভবনে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর হত্যার সময় দেশে প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৫৪ শতাংশ। যা আমরা এখনও ছুঁতে পারিনি। দেশের উন্নতি ও সমৃদ্ধি যারা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। দেশ যখন পুনর্গঠন করে সমৃদ্ধির পথে যাচ্ছিল তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দেশের যারা সমৃদ্ধ চায়নি তারাই এর সঙ্গে জড়িত।
তিনি বলেন, ১৯৭৪ সালে খাদ্যের কৃত্রিম সংকট করা হয়েছিল। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সবাই ফসল ফলায়। ১৯৭৫-এ ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করা হয়েছিল। দেশের সার্বভৌমত্ব নিয়ে বঙ্গবন্ধু খুব সতর্ক ছিলেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই ভারতীয় সেনাবাহিনী ফেরত গিয়েছিল। এটা বঙ্গবন্ধু ছিল বলেই সম্ভব হয়েছিল।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে। তবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। আগস্ট মাস ঘিরে বিএনপি ও জামায়াতের নেতৃত্বে নাশকতার ছক আঁকা হচ্ছে। সাঈদীর স্বাভাবিক মৃত্যু নিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা চলছে। আগস্ট মাস এলেই দেশবিরোধীরা নানা নাশকতার চেষ্টা চালায়। এ অবস্থায় দেশবিরোধী শক্তির বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।