দাউদকান্দি প্রতিনিধি : কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ধর্মকে কেন্দ্র করে বিশ্বের অনেক দেশেই হানাহানি হচ্ছে। যুদ্ধ হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে মানবতা। অথচ নানান ধর্মের-গোত্রের-শ্রেণির মানুষ মিলেমিশে বসবাস করছে বাংলাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা আছে বলেই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বের উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ।
গত সোমবার ২৩ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এইসব কথা বলেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা নানানভাবে নির্যাতিত হয়েছে। পূজার সময় মন্ডপে প্রতিমা ভাঙচুর, অগ্নি সন্ত্রাস হয়েছে। বিএনপি জামায়াত অপশক্তি আবারো ক্ষমতায় আসতে চায়। পেছনের দরজা দিয়ে ক্ষমতার মসনদে বসতে চায়৷
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরও বলেন, বিএনপির ডাকা আগামী ২৮ অক্টোবরে মহাসমাবেশের নামে কোন ধরনের নৈরাজ্যের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।
এই সময় আরও বক্তব্য প্রদান করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার।
পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম কেরামত, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক ছাত্তার তালুকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির নেওয়াজ সোহেল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীনসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,সনাতনী ধর্মাবলম্বী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।