1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর জামালপুর শহর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সন্ত্রাসী সাইফুল ইসলাম বিশেষ অভিযানে গ্রেপ্তার – দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ ড. রেদোয়ান আহমেদ কৃষকদের উন্নয়ন ছাড়া সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়- আবু নাসের মো: রহমাতুল্লাহ পটুয়াখালী জেলা গলাচিপায় প্রচারিত সংবাদ দেখে ছেলের বিরুদ্ধে মা আঙেঁচ বেগমের সংবাদ সম্মেলন ভিপি নূরের জন্মদিন উপলক্ষে অসহায় মাঝে কম্বল বিতরণ পীরগঞ্জে নিসচা দাউদকান্দির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চিত্র নায়িকা রুমানা ইসলাম মুক্তিকে নিসচা’র সংবর্ধনা নরসিংদীতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার থানার হাট স্কুলের এডহক কমিটিকে এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনায় প্রদান 

‘বঙ্গবন্ধু হতযািহয় জিয়াউর রহমানের সম্পৃক্ততার নতুন তথ্য উঠে এসেছে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা কাণ্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততা থাকার নতুন তথ্যয় বিভিন্ন মাধ্য মে উঠে এসেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সত্যছ উদঘাটিত হবেই।

বুধবার (৪ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাজভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজ বিভিন্ন উৎস থেকে নতুন তথ্য উদঘাটিত হচ্ছে। ১৯৭৬ সালের ২ আগস্ট যুক্তরাজ্যেের আইটিভিতে প্রচারিত এক অনুষ্ঠানের একটি সাক্ষাৎকারকে উদ্ধৃত করে তিনি বলেন, মেজর ফারুক বঙ্গবন্ধু হত্যাআকাণ্ডে জিয়াউর রহমান জড়িত থাকার কথা স্বীকার করেন। কর্নেল ফারুকের স্বাক্ষরে সানডে টাইমস পত্রিকায় একাশিথ এক নিবন্ধেও বঙ্গবন্ধু হত্যাককাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার কথা উঠে আসে। এছাড়া মার্কিন সাংবাদিক লরেন্স লিপ্সু তার একটি বইতে বঙ্গবব্ধু হত্যারকাণ্ডের জিয়া সম্পৃক্ততার কথা তুলে ধরা হয়। জিয়াউর রহমানকে সাইকোটার হিসেবে আখ্যাঙয়িত করা হয়।

পঁচাত্তরের ১৫ আগস্টের পর দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্গের বোঝা বহন করতে বাধ্য্ হয় উল্লেখ করে তিনি বলেন, আজকে অনেকে গণতন্ত্র, মানবাধিকারের কথা বলেন, কিন্তু বঙ্গবন্ধু হত্যা্র পর দীর্ঘ ২১ বছর আমরা বিচারই চাইতে পারিনি।

‘হত্যারকাণ্ডের পর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলো, অর্থাৎ যারা বেনিফেসিয়ারী ছিলো জঘন্যাতম এই হত্যা্কাণ্ডের আলামত-দলিল দস্তাবেজ নষ্ট করার অপেচেষ্টায় লিপ্ত ছিলো। খুনিরা মনে করেছিলো বঙ্গবন্ধুকে হত্যাী করলে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে। এই লাখ তারা জাতির সামনে থেকে সত্যগকে আড়াল করতে চেয়েছিলো। কিন্তু সত্য হলো সুর্যের মতো সমুজ্জল। সূর্যকে ক্ষণিকের জন্য আড়ালে লুকিয়ে রাখা সম্ভব কিন্তু তিমির বিনাশী হিসেবে তার আবির্ভাব যেমন অবশ্যলম্ববাবী, তেমনি মিথ্যা র বেড়াজাল ছিন্ন করে সত্যন উদ্ভাসিত হবেই একদিন।’

দীর্ঘদিনের বিচারহীণতার সংষ্কৃতির প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাদকারীদের বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচাররিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের ফাসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার প্রক্রিয়া অব্যা হত রয়েছে। কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাুহত রয়েছে।

বঙ্গবন্ধুকে হত্যা্র মধ্যয দিয়ে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্যয-অভিভাক শুন্যক করতে চেয়েছিলো মন্তব্যথ করে তিনি বলেন, সব ষড়যন্ত্র অপেক্ষা করে মহাসাগর পরিমাণ শোককে ধারণ করে অসীম ধৈর্যের সঙ্গে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশকে নেতৃত্বে দিয়ে যাচ্ছেন তার কন্যাপ শেখ হাসিনা।

সরকার করোনা মোকাবিলা সব পদক্ষেপ নিলেও বিএনপি নেতারা একের পর এক নির্লজ্জ মিথ্যা।চারে লিপ্ত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, মিথ্যিবাদী এই গোষ্ঠীকে বরাবরের মতো প্রত্যানখ্যা ন করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। পঁচাত্তরের ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি এই জাতিকে আবারো নেতৃত্ব শূন্যন করতে তারেক রহমানের প্রদত্ত মদদে রাষ্ট্রযন্ত্র ব্যিবহার করে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা্ শেখ হাসিনাকে হত্যােরে চেষ্টায় নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। ধারাবাহিকভাবে খুনের রাজনীতি ও খুনিদের পৃষ্টপোষকতাই বিএনপির দলীয় আদর্শে পরিণত হয়েছে।’

আগস্ট মাস এলেই বিএনপির গাত্রদাহ শুরু হয় মন্তব্যন করে তিনি বলেন, ইতিহাসের অবাঞ্চিত সত্যে র মুখোমুখি দাঁড়িয়ে বিএনপির অন্তর্জালা বেড়ে যায়। এজন্যে তারা আগস্ট মাস নিয়ে তা কুটচক্রের জালে জড়িয়ে পড়তে চায়, ইতিহাসকে অস্বীকার করতে চায়, শাক দিয়ে মাছ ঢাকতে চায়।

এ সময় শোকাবহ আগস্টে মাসব্যা্পী নেওয়া সীমিত কর্মসূচি স্বাস্থ্যয়বিধি মেনে পালনের আহ্বান জানান।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com