বঙ্গনিউজবিডি রিপোর্ট : গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবনটিতে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে এই মুহূর্তে ভবনটির উদ্ধারকাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস।
আপাতত ভবনটির আশপাশ থেকে উদ্ধারকর্মী পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার লোকজনকে সরে যেতে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটির আশপাশ সিল করে ফেলেছে ফায়ার সার্ভিসের লোকজন।
আজ মঙ্গলবার (৭ মার্চ) সাত ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে এই ঘোষণা দেয়া হয়।
ঘোষণা দেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
এদিকে ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় এখনো কিছু মানুষ আটকে থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।
তিনি বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা ও বেজমেন্টের ভেতর থেকে মানুষের নড়াচড়ার শব্দ শুনতে পেয়েছি। অনেকের নড়াচড়া আমরা বুঝতে পেরেছি। তাদের এখনো উদ্ধার করা হয়নি।