একটি সিনেমায় নায়িকার চেয়ে নায়কের পারিশ্রমিক বেশি- এই ধারণা এখন অতীত। বর্তমানে নায়কের সঙ্গে পাল্লা দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন নায়িকারাও। বলিউডের এমন অনেক তারকা দম্পতি রয়েছে, যাদের স্ত্রীর আয় স্বামীর চেয়েও বেশি।
অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন: এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার স্বামী অভিষেক বচ্চন এক সময় চুটিয়ে অভিনয় করলেও ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার চাহিদা বরাবরই বেশি। প্রচলিত আছে- ঐশ্বরিয়াকে বিয়ের পর নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত নন অভিষেক। বাবা অমিতাভ বচ্চন ও স্ত্রী ঐশ্বরিয়ার উপার্জনেই দিন কাটাবেন, এমন মন্তব্যও শুনতে হয়েছে তাকে। তবে এসবে মোটেও বিচলিত নন জুনিয়র বচ্চন। বরং স্ত্রীর সাফল্যে গর্ববোধ করেন এ নায়ক।
রণবীর সিং-দীপিকা পাড়ুকোন: পর্দায় কেমিস্ট্রি জমিয়ে বাস্তব জীবনেও ঘর বেঁধেছেন রণবীর ও দীপিকা। নায়িকা বলি পাড়ায় পা রাখার তিন বছর পর রণবীরের প্রথম সিনেমা মুক্তি পায়। পরবর্তীতে একসঙ্গে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। সিনেমাপ্রতি রণবীরের চেয়ে বেশি পারিশ্রমিক পান দীপিকা। এমনকি নিজের সাফল্যের জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান এ নায়ক।
অন্যদিকে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, রণবীর তার থেকেও কম উপার্জন করেন। তবে এ নিয়ে সে (রণবীর) লজ্জিত বোধ করে না। বরং নায়িকা যাতে আরও মন দিয়ে কাজ করতে পারে সে বিষয়ে উপদেশ দেন।
রণবীর কাপুর-আলিয়া ভাট: বলি পাড়ার নবদম্পতি রণবীর-আলিয়া। প্রথমে লুকিয়ে, তারপর প্রকাশ্যে প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন তারা। ২০০৭ সালে রণবীর বলিউডে পা রাখেন। তার পাঁচ বছর পর ২০১২ সালে আলিয়ার যাত্রা শুরু। বর্তমানে খুব বেশি সিনেমায় অভিনয় করছেন না রণবীর। অন্যদিকে একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন আলিয়া। ফলে অভিনয় জগতে পরে যাত্রা শুরু করলেও আয়ের দৌড়ে আলিয়াই এগিয়ে।
সাইফ আলি খান-কারিনা কাপুর খান: এই মুহূর্তে বলিউডে অধিক পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন কারিনা কাপুর খান। সিনেমাপ্রতি তার আয় ১১-১২ কোটি। যেখানে তার স্বামী সাইফ পান ১০ কোটি। তবে স্ত্রীর বেশি উপার্জন করা নিয়ে মাথা ব্যথা নেই এ নবাবপুত্রের। কারিনা অধিকাংশ ক্ষেত্রেই সংসারের খরচ বহন করেন, এ নিয়ে গর্ববোধ করেন সাইফ, এক সাক্ষাৎকারে তিনিই সেটি জানিয়েছেন।
ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ: আয়ের দিক থেকে ক্যাটরিনার চেয়ে ভিকি মাইলখানেক পিছিয়ে! ২০০৩ সালে বলিউডে যাত্রা শুরু করেন ক্যাটরিনা। এখন পর্যন্ত ৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রীর ঝুলিতে বক্স অফিসে হিট সিনেমা থাকায় তিনি সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১১ কোটি রুপি। বিজ্ঞাপনের জন্য নেন অন্তত ৬ থেকে ৭ কোটি রুপি।
অন্যদিকে মূল চরিত্রের অভিনেতা হিসেবে ভিকির ক্যারিয়ার শুরু হয়েছে ২০১৫ সালে ‘মাসান’ সিনেমার মাধ্যমে। এ পর্যন্ত তাকে দেখা গেছে এক ডজন সিনেমায়। বর্তমানে ভিকি প্রতিটি সিনেমার জন্য ৩-৪ কোটি রুপি পান। এছাড়া বিজ্ঞাপনের জন্য নেন দুই থেকে আড়াই কোটি রুপি।
করন সিং গ্রোভার-বিপাশা বসু: বলিউডের অন্যতম সেরা অনস্ক্রিন চরিত্র বিপাশা। তারও আয় স্বামীর চেয়ে বেশি। তবে করনের চেয়ে বেশি আয় করলেও স্বামীর প্রতি প্রেম মোটেই কম নয় নায়িকার।