বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে খাতায়-কলমে ছিটকে যাওয়ার হাত থেকে বাঁচতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে জিততেই হবে। টানা তিন ম্যাচে টসে হারলেন কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করবেন কোহলীরা।
ভারতের জন্য শেষ আশা বাঁচিয়ে রাখার ম্যাচ, আফগানিস্তানের সেমিফাইনালের পথ করার। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই হেরে সেমির স্বপ্ন ধূসর হয়ে গেছে ভারতের। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে আফগানিস্তান অনেকটাই এগিয়ে।
ভারতীয় একাদশ থেকে বাদ পড়েছেন বিস্ময় স্পিনার বরুন চক্রবর্তী। ফিরেছেন হার্ডহিটিং মিডলঅর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। অন্যদিকে আফগানিস্তান একাদশে টানা দ্বিতীয় ম্যাচে নেই মুজিব উর রহমান। গত ম্যাচে অবসরে যাওয়া আসগর আফগানের বদলে ঢুকেছেন শরফুদ্দিন আশরাফ।
ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।