বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ২০০৩ সালে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তার সেই বিশেষ ব্যাট এবার ঘুরে এলো মহাকাশ। কোলেজন নামক একটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়েছেন যুবরাজ। সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই নেয়া হয়েছে এমন উদ্যোগ।
অন্যরকম এই ঘটনার মধ্যে দিয়ে প্রথমবারের মতো কোনো ক্রিকেটারের ব্যবহৃত সরঞ্জাম মহাকাশে ঘুরে এসেছে। হট এয়ার বেলুনে যুবরাজের ঐতিহাসিক সেই ব্যাটের মহাকাশে ঘুরে আসার মুহূর্তটি সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা বিশেষ ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন।
এ প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘কোলেজনের সঙ্গে আমি আমার প্রথম এনএফটি স্পেস জার্নি শুরু করতে পেরে রোমাঞ্চিত। নতুন একটি প্ল্যাটফর্মে আমার ভক্তদের সঙ্গে এভাবে যোগাযোগ করাটা সত্যিই বেশ আনন্দের বিষয়। আমি আমার প্রথম সেঞ্চুরি করা ব্যাটটির মতো আরো অনেক কিছু শেয়ার করতে চাই।’
এদিকে মহাকাশে পাঠানো ব্যাটে লাগানো ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ভক্তদের উদ্দেশে কথাও বলেছেন যুবরাজ। নতুনভাবে ভক্তদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ আনন্দিত ভারতীয় এই সাবেক ক্রিকেটার।
যুবরাজ ভবিষ্যতে নিজের আরো সরঞ্জাম মহাকাশে পাঠাতে চান। তিনি বলেন, ‘আমি সবসময় সমর্থকদের সঙ্গে থাকতে চেয়েছি। কোলেজনের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমি আমার ক্রিকেটীয় জীবনের আরো কিছু মূল্যবান সামগ্রী এখানে শেয়ার করতে চাই।’
২০০৩ সালে টিভিসি কাপে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৮৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন যুবরাজ। সেই ম্যাচে বাংলাদেশকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। ম্যাচটিতে মাত্র ৭৬ রানে অল আউট হয়েছিল টাইগাররা।