বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর বিসিবি সভাপতি জানান, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার তিনি আজ পেয়েছেন। তার মতে, ‘আমাদের দেশে কিন্তু অনেকগুলি পুরস্কার আছে। অনেক বড় বড় পুরস্কার সেগুলি। স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ অনেক পুরস্কার আছে। কিন্তু আমার কাছে মনে হয় শহীদ শেখ কামাল জাতীয় পুরস্কার, এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। এটা ক্রিকেট এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত। আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার এবং সময়টাও বেশি ভালো লাগছে।’
এ সময় তিনি ভালো খেলার স্বীকৃতি স্বরূপ ক্রিকেটারদের অ্যাওয়ার্ড নাইট আয়োজনের আশ্বাস দিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম আয়োজন না করার কোনো কারণই নেই। আগেও করতে পারতাম। চাইলে এখনো করতে পারি। আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে। তবে আজকের এই পুরস্কারের সাথে অন্য কিছুর তুলনা চলে না। আমরা যারা ক্রীড়াঙ্গনে আছি, তাদের জন্য এটা অনেক বড় অর্জন।’
ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে পরপর দুই ম্যাচে জয়ের অনুভূতি প্রকাশ করে পাপন বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের সাথে পরপর দুটি ম্যাচ জিতে আজ এ পুরস্কার নিতে পারছি। উল্টোটাও হতে পারত। তখনো ভালো লাগত। কিন্তু জয় পাওয়ায় অনুভূতিটা অন্যরকম।’