সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার : যেখানে মানুষ নির্যাতিত, সেখানেই তাদের কণ্ঠ, প্রতিবাদের মশাল হাতে, সত্যের পথেই কেন্দ্র।
গণ অধিকার পরিষদ, জনগণের আশা, অধিকার প্রতিষ্ঠায় তারা, বাংলার ভালোবাসা।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বশেষ ২৪শে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রথম সারির নেতা ফারুক খানকে ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী সরকারি কলেজ শাখার দ্বায়িত্ব দেওয়া হয়।
তিনি ২০১৮ সাল থেকে সকল যুক্তিক আন্দোলন সংগ্রামে প্রথম সারি থেকে নেতৃত্ব দেওয়ায় সরকারি দলীয় লোক দ্বারা বার বার হামলার শিকার হয় ২০২২ সালে নোয়াখালী সরকারি কলেজ হোষ্টেলে রাতুল বাহিনীর হামলা করে হল থেকে বিতাড়িত করে। তারপরও তাদের রক্ত চক্ষু ভয় না পেয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালু রেখেছেন।
তার যোগ্য নেতৃত্বকে ২০২৫ সালে এসে মূল্যায়ন করেছে সংগঠন।
তাকে ২০২৫ সালের জন্য নোয়াখালী সরকারি কলেজ শাখার দ্বায়িত্ব দেওয়া হয়।
মাতৃভূমির কথাকে ফারুক খান বলেন, নোয়াখালী সরকারি কলেজে সকল যুক্তি আন্দোলন এবং শিক্ষার্থীদের সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ তাদের পাশে থাকবে। এবং ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ