বঙ্গনিউজবিডি রিপোর্ট : ডায়াবেটিস ও অন্যান্য রোগের কারন, প্রতিকার, করণীয়, সঠিক ব্যবস্থাপনায় আজ ২৫ আগস্ট ২০২৩ তারিখ শুক্রবার ৩য় এনএইচএন সায়েন্টিফিক মিটিং-২৩ ঢাকার হোটেল রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হয় যেখানে দেশ-বিদেশের চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানের বিখ্যাত বিশেষজ্ঞরা একত্রিত হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের আয়োজনে উক্ত সায়েন্টিফিক মিটিং পরিচালিত হয়। সায়েন্টিফিক মিটিং এ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোঃ সাইফ উদ্দিন, এনএইচএন এর উপদেষ্টা বোর্ডের সভাপতি সৈয়দ মনজুর এলাহী ও এনএইচএন এর প্রধান নিবাহী কর্মকর্তা ডা. এম এ সামাদ উপস্থিত ছিলেন। এনএইচএন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চিকিৎসকসহ ডায়াবেটিস, মেডিসিন, গাইনী, বক্ষ, ফুট, চক্ষু, দপ্তসহ বিভিন্ন বিভাগের পাঁচশতাধিক চিকিৎসক উক্ত সায়েন্টিফিক মিটিং এ উপস্থিত ছিলেন। সায়েন্টিফিক মিটিং এ দেশ-বিদেশের সনামধন্য ওষুধ কম্পানী ইনসেপ্টা, নোভো নর্ডিক্স, হেলথকেয়ার, এসিআই, সারভিয়ার, ড্রাগ ইন্টারন্যাশনাল, বেক্সিমকো, স্কোয়ার, আইএবিএল, নিপরো-জিএমআই জেনারেল ফার্মা, সাইনোভিয়ার এর বিভিন্ন সেশনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা করেন।
সেমিনার শেষে এনএইচএন এর পক্ষ থেকে চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য অধ্যাপক হাজেরা মাহতাবকে আজীবন সম্মাননা হিসেবে গোল্ড মেডেল প্রদান করা হয়। ৩য় এনএইচএন সায়েন্টিফিক মিটিং-২৩ শুরু ও শেষ করা হয় জাতীর পিতা বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ও মহান স্বাধীনতা অর্জনে তার অসামান্য অবদানের স্মৃতিচারণ করে।