বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। পদোন্নতির পর তাকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের দায়িত্ব দেয়া হয়।
নজরুল ইসলাম ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) সম্মান ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও অফিসের পাশাপাশি দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশের মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।