বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) অতিরিক্ত পরিচালক নাহিদ রহমান পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
সোমবার (০২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, রোববার তাকে এ পদে পদোন্নতি দেয় বাংলাদেশ ব্যাংক।
নাহিদ রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইডে যোগদান করেন। তিনি সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন আরম্ভ করেন এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এম.কম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন এবং পেশাগত উৎকর্ষতার জন্য তিনি ডেপুটেশনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি প্রেষণে স্কলারশিপ নিয়ে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষদ সদস্য হিসেবে ও নবনিযুক্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের চিফ কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দীর্ঘসময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কনটেন্ট, নির্দেশিকা ও গাইডলাইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। তার একাধিক আর্টিকেল/নিবন্ধ বিবিটিএ এবং বিআইবিএম কর্তৃক প্রকাশিত হয়েছে। তিনি বিবিটিএতে সেমিনার পেপার উপস্থাপন করেছেন। তিনি বিবিটিএসহ বিভিন্ন ট্রেনিং একাডেমিতে অর্থনীতি, মানিসাপ্লাই, সেন্ট্রাল ব্যাংকিং, গ্রীন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি, লিডারশীপ, টিম বিল্ডিং, ইমোশনাল ইনটেলিজেন্স, কমিউনিকেশন স্কিল প্রভৃতি বিষয়ে সেশন পরিচালনা করে থাকেন। তিনি বুনিয়াদি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রশিক্ষণে দেশি-বিদেশী প্রশিক্ষণার্থীদের নিয়ে দেশে ও বিদেশে কো-অর্ডিনেটর হিসেবে শিক্ষা সফরের আয়োজন ও অংশগ্রহণ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত ও মালয়শিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেন।