আসলাম ইকবাল : যুগযুগ ধরে চলে আসছে সম্প্রীতির বন্ধন। এই বন্ধনকে আরো গতিশীল করতে ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটি এর উদ্যোগে ৩১ মে বিকাল ৪.৩০ মিনিটে ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি এস.এম. মজিবুর রহমান, প্রধান আলোচক চিলেন লেফটেন্ট্যান্ট জেনারেল (অবঃ) এ. হারুন-অর-রশিদ বীর প্রতীক সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রদুত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বিচারপ্রতি ড. মোঃ আবু তারিক, বিচারপ্রতি, সুপ্রীমকোর্ট। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান উপাচার্য্য, গ্লোবাল ইউনির্ভাসিটি, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, অরিত্র এর সম্পাদক কবি শাহেদ রহমান, বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী, সভাপতি ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটি, কবি শিবানী ভট্টাচার্য, আগরতলা, ত্রিপুরা, সুচিত্রা দাস, কবি ও সম্পাদক আগরতলা ভারত, ঝুমঝুম ব্যানার্জী আবৃত্তি শিল্পী কলকাতা, কবি ও গবেষক হাসনাইন সাজ্জাদী। অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষে মোঃ আর.কে. রিপন সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ), সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু ও তানরুবা আফরিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যারা সম্মাননা পেয়েছেনঃ বাগদাদ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস খান আলমগীর, ফটোগ্রাফিতে মোস্তাফিজুর রহমান মিন্টু, কবি শাহেদ রহমান, শিল্পী শুভদীপ চক্রবর্তী, কবি শিবানী ভট্টাচার্য, কবি সুচিত্রা দাস, ঝুমঝুম ব্যানার্জী, চলচ্চিত্র শিল্পী সৈয়দা কামরুন নাহার শাহনুর, উপস্থাপনায় তানিয়া আফরিন, নন্দিনী লুইজা (বর্ণ প্রকাশ), শামীম রেজা, ইসরাত জাহান (বিউটি পার্লার), গীতারানী ঘোষ (শিক্ষা ক্ষেত্রে), বেতারের উপস্থাপক সংবাদ পাঠক নাজমুল হুদা, অভিলাস নন্দী, হীরা জুয়েলার্স, নারায়নগঞ্জের জামদানী এক্সপ্রেসের ফাউন্ডার নওরিন, (নওরিনস মিরর), ইকবাল হোসেন সুমন, ফ্যাশন ডিজাইনে এডলপ খান, হাসিনা পারভীন সহ সম্মাননায় ভূষিত হন। পরে ভারত-বাংলার শিল্পীরা সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণ করেন। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।