গত কিছুদিন ধরে দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ দল। এমনকি আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিবরা। তবে দিল্লির এমন আবহাওয়ার প্রভাব পড়েছে ক্রিকেটেও। স্বাভাবিক অনুশীলন করতে পারেনি কোনো দল। খেলা মাঠে গড়নো নিয়েও আছে শঙ্কা।
দিল্লির বায়ুদূষণ নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে দিল্লি। সাধারণ জীবন যাপন দুরূহ করে তুলেছে দিল্লির আবহাওয়া। ক্রিকেটেও যার প্রভাব পড়েছে বহুবার। তবে এয়ার কোয়ালিটি ইনডেক্স জানাচ্ছে, সম্প্রতি ভারতের রাজধানীর বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
বন্ধ করা হয়েছে স্কুল। আরোপ করা হয়েছে বিধিনিষেধ। দিনেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইটের আলোতে।
রোববার আইসিসি জানায়, ম্যাচের ভাগ্য খেলার সময়ই সিদ্ধান্ত নেয়া হবে বাতাসের গুণমান মূল্যায়ন করে। আম্পায়াররাই জানাবেন সিদ্ধান্ত।
তবে আজ সোমবার আরো ভয়াবহ হয়েছে অবস্থা। আবহাওয়া খারাপ হয়েছে আরো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, সোমবার দিল্লির বাতাসের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ‘গুরুতর’ মাত্রায় রয়েছে। শহরটিতে গড় একিউআই রেকর্ড করা হয়েছে ৪৮৮! যা নিরাপদ মাত্রার চেয়ে ৮০ গুণ বেশি! তথ্য-পরিসংখ্যান এমনই।
এই পরিস্থিতিতে সোমবার দুপুরে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিবেশমন্ত্রী গোপাল রাই ও সংশ্লিষ্ট সবকটি দফতরের আধিকারিকরা বৈঠকে থাকবেন।