সাভার প্রতিনিধি : গতকাল রোজ শুক্রবার বিকাল ৩ টার সময় আশুলিয়া পলাশবাড়ী আলহাজ্ব আব্দুর রশীদ মডেল স্কুল মাঠে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর ১ম
প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর কমিটিবৃন্দ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – আলহাজ্ব আব্দুর রশীদ, প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আব্দুর রশীদ মডেল স্কুল এন্ড কলেজ – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড, শেখ শওকত হোসেন, যুগ্ম সদস্য সচিব আইনজীবী অধিকার পরিষদ, আইন বিষয়ক সম্পাদক গন অধিকার পরিষদ। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী প্রধান উপদেষ্টা কে এম আবুল হোসেন। উপদেষ্টা – মোঃ কুতুবউদ্দিন। উপদেষ্টা – মোঃ শাহাবুদ্দিন।
উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান রিয়াদুল ইসলাম জামাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান, এইচ ইউ নাবিল মহাসচিব। সংগঠনের চেয়ারম্যান রিয়াদুল ইসলাম জামাল বলেন – একতাই শক্তি, একতাই বল এই স্লোগান অন্তরে ধারন করে আমরা এক বছর এই সংগঠন পরিচালনা করছি। মূল ধারার সাংবাদিক সত্য প্রকাশ করতে গিয়ে হয়রানি, নির্যাতন নিপীড়ন হলে এগিয়ে যাবে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কমিটিবৃন্দ। তাই আসুন আমরা ঐক্য বদ্ধ হই সংগঠনে যুক্ত হয়ে নির্যাতিত সাংবাদিক ভাই বোনদের পাশে দাঁড়াই। আরও বলেন – কোন দলীয় ভুক্ত সাংবাদিক আমরা নই আমরা সত্য কে সত্যি বলি আর মিথ্যা কে মিথ্যা। আমরা কারও ডাল হয়ে কাজ করব না। সত্য প্রকাশে যত বাঁধা আসুক মোকাবিলা করতে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম প্রস্তুত আছে থাকবে। কোন মূল ধারার সাংবাদিক নির্যাতিত হলে কোন প্রকার হয়রানি হলে আমরা ছেড়ে কথা বলব না। মহাসচিব এইচ ইউ নাবিল বলেন – বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এটা হলো ঐক্যবদ্ধ হয়ে থাকার একটা স্তর আমরা কাজ করব সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতিত হলে কাউকে ছাড় দেয়া যাবেনা মনে রাখবেন সাংবাদিক মানে কলম যোদ্ধা এই কলমের ক্ষমতা অনেক এই ক্ষমতা দিয়ে সত্য তুলে ধরতে হবে। কেননা বাংলাদেশ এগিয়ে যাবে সত্যের পথে। সকলের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ সমাপ্তি ঘোষনা করা হয়