ছোট্ট কালে শুনিয়াছি একুশে ফেব্রুয়ারির কথা
সালাম বরকত রফিক জবাব রক্ত দিয়ে দাতা
বায়ান্ন সালে আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা চাই
শত শহিদের বিনিময়ে মাতৃভাষা বাংলা পাই
অন্ধঘরে ছায়াতলে তালা বদ্ধ ভাষা
বাতি জালিয়ে আনবো মোরা হারাবোনা আশা
রক্ত সাগর ভাসিয়ে আনবো মোরা ফিরিয়ে
শুদ্ধস্বর মুগ্ধ করে ঢোলতবলা পিটিয়ে
কথায় কথায় বলা বলি ভিনদেশিদের ভাষা
সম্মাননা চড়া চড়ি স্বদেশীদের আশা
জিব জানোয়ার পশু পাখি মুখের কথা সেরা
নিজের ইচ্ছে কুড়াল মেরে গলা টিপা সাড়া
মোঃ হাছান উদ্দিন মিয়াজি
ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাগার প্রাঙ্গনে পাঠকরা নির্বাচিত কবিতা বাংলা ভাষা
সদস্য জাতীয় কবিতা পরিষদ
লিখিত