বঙ্গনিউজবিডি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরকে ফিলিস্তিনি জাতির জন্য একটি ‘অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা’ বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। বাইডেনের এই সফর মুসলিম ও আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বরং এটি ইসরায়েল আরও বেপরোয়া আচরণ করকে সহায়তা করবে।
ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা আহমাদ আল-মুদাল্লাল আরবি বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
তিনি বলেন, ফিলিস্তিন সংকট সমাধানে এই অপ্রীতিকর সফর কোনো ভূমিকা রাখতে পারবে না। ফিলিস্তিনি জাতি এই সফরের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না। শুধুমাত্র আরব বিশ্বের ওপর ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এবং তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার লক্ষ্যে বাইডেনের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের এই নেতা বলেন, চলতি সফরে বাইডেন বেথেলহামে গিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের যে পরিকল্পনা করেছেন তাতে ফিলিস্তিনি জনগণের কোনো লাভ হবে না বরং শুধুমাত্র দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষিত হবে। মুদাল্লাল বলেন, বাইডেনের চলমান মধ্যপ্রাচ্য সফরের আরেকটি মূল লক্ষ্য ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলে দখলদার ইসরায়েল সরকারকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং এ অঞ্চলে ইরান-ভীতি ছড়িয়ে দেয়া যাতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নির্ভরশীল থাকে।
তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, যে সাক্ষাতে ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হবে একজন ফিলিস্তিনি নেতা সে সাক্ষাতে মিলিত হতে পারেন না।
এদিকে, মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, চার দিনের এশিয়া সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আবারও নিশ্চয়তা দিয়ে বলেছে, পরমাণু ইস্যুতে প্রয়োজন হলে ইরানের ওপর শক্তি প্রয়োগ করা হবে। একই সাথে তিনি বলেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি হলে ইসরায়েলের কোনো ভয় থাকবে না। সূত্র : প্রেস টিভি