1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেই জাহাজে এলো আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে ডিআরইউ’র উদ্বেগ জনতার তোপের মুখে শেরপুরে হাসপাতাল ছেড়ে পালালেন তত্ত্বাবধায়ক শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয় প্রতিবেশীদের স্বার্থের কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী গলাচিপে আবাসিক এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানা বন্ধের দাবি হাসিনার আমলে যারা নির্বাচন করেনি, তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি: বরকত উল্লাহ বুলু গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের সমর্থন কুমিল্লায় স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিষ্কার করলেন তরুণরা

বাছাইয়ে পঞ্চগড়ে ৪ এবং ঠাকুরগাঁওয়ে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও।  মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে পঞ্চগড়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ঠাকুরগাঁওয়ে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ও এ জেলায় ১ প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

পঞ্চগড়-১ আসনে যাচাই বাছাই শেষে ১১ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় এবং মুক্তিজোটের আব্দুল মজিদ। পঞ্চগড়-২ আসনে কোনো মনোনয়ন বাতিল হয়নি এবং মোট ৫ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার জহুরুল ইসলাম জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাগজপত্র ত্রুটি ও অসংগতি থাকায় পঞ্চগড়ের দুইটি আসনের মধ্যে পঞ্চগড়-১ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে ১১ জন ও পঞ্চগড়-২ আসনে ৫ জন  রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয়ে নিজ নিজ দলের প্রার্থীরা এসে মনোনয়নপত্র দাখিল করেন। এতে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ১৫ জন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজনসহ মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।

 

 

ঠাকুরগাঁও- ১ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা। এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী রমেশ চন্দ্র সেন, জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী, ওয়ার্কার্স পার্টি প্রার্থী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, এনপিপির প্রার্থী রাজিউর ইসলাম, জাকের পার্টির প্রার্থী মাহবুবুর রহমান, ইসলামী ঐক্য জোটের প্রার্থী রফিকুল ইসলাম।

ঠাকুরগাঁও -২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাতজন। এর মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী মোজাফফর হোসেনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রিম্পা আক্তার, জাকের পার্টির প্রার্থী নুর আলম সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল।

ঠাকুরগাঁও-৩ আসনে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী আশা মনি।এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায়, এনপিপি প্রার্থী শেখ সালাউদ্দিন, বিকল্প ধারার প্রার্থী এসএম খলিলুর রহমান সরকার।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান মঙ্গলবার সকালে জানান, কাগজপত্রের সকল শর্ত পূরণ না হওয়ায় ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়ন ফিরে পেতে আপিল করার সুযোগ থাকছে।

এদিকে মনোনয়ন বাতিল বা স্থগিত হওয়া প্রার্থীদের সূত্রে জানা যায়, তাঁরা প্রত্যেকেই মনোনয়ন ফিরে পেতে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com