বঙ্গনিউজবিডি ডেস্ক: অবশেষে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ডাগআউটে ফিরলেন লিজেন্ডারি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। রোনাল্ড কোম্যানের উত্তরসূরি হয়ে বার্সেলোনায় ফিরলেন তিনি।
ডাচ কোচকে বরখাস্ত করার পর বি দলের সার্জি বারজুয়ানকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয় কাতালানরা। স্থায়ীভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। কাতারের আল সাদ স্প্যানিশ কোচকে ছাড়তে সম্মতি দেওয়ায় সবকিছু চূড়ান্ত হয়ে গেছে।
গত ২৭ অক্টোবর লা লিগায় রায়ো ভালেকানোর কাছে পরাজয়ের বরখাস্ত করা হয় রোনাল্ড কোম্যানকে।
আল সাদের প্রধান নির্বাহী তুর্কি আল আলী বলেছেন, চুক্তিতে অন্তর্ভুক্ত রিলিজ ক্লজ পরিশোধের পর আল সাদ জাভিকে বার্সায় যেতে সম্মতি দিয়েছে। ভবিষ্যতে বার্সাকে সহযোগী করার ব্যাপারে রাজি হয়েছি। আল সাদের ইতিহাসে জাভি গুরুত্বপূর্ণ একজন এবং আমরা তাকে শুভকামনা জানাই।
বার্সার ইতিহাসের সবচেয়ে গোছালো খেলোয়াড় জাভি। ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আটটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগসহ ২৫ ট্রফি জিতেছেন ন্যু ক্যাম্পে।