বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে জড়ো হন। বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ এর সভাপতিত্বে সেখানে র্যালীর উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, উপজেলা তাঁতি দলের সভাপতি আবুল রাজ্জাক ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সহ-সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশ অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ডা আব্দুস সালাম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলোম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহবুব রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইউসুফ আলী, জনাব মোঃ খোরশেদ আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিয়াডাঙ্গী উপজেলার সাংগঠনিক সম্পাদক, জনাব মোঃ এডভোকেট আবেদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার দপ্তর সম্পাদক মকবুল হোসেন, এসময় বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে অনেকেই বাড়ীতে ঘুমাতে পারেনি। মিথ্যা মামলা মাথায় নিয়ে দিনের পর দিন পালিয়ে থাকা ও জেলের অন্ধকারে ঘানি টানতে হয়েছে। এখনো আওয়ামী লীগ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব সকল ষড়যন্ত্র রুখে দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। নিহত সকল নেতাকর্মীদের আত্নার শান্তি কামনা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।