তিনি বলেন, উনার কিছু শারীরিক অসুস্থতা ছিল তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন ভালো আছেন। গতকাল বাসায় নিয়ে আসা হয়েছে। এখন বাসায় রেস্টে আছেন।
এর আগে, গত ৩০ এপ্রিল রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় মাহবুবুর রহমানকে। তখন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, মাহবুবুর রহমান হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।
মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পরেই বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই সেনাপ্রধান। কিন্তু বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।