এস এম শাহ জালাল সাইফুল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছে, বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল পূর্বানীতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন কোন রকমের সংস্কার করলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবেন এবং পুরোপুরি সংস্কার করিবে জুনের মাঝামাঝি নির্বাচন দিতে পারবেন। মোশারফ হোসেন বলেন সংস্কার এটি একটি চলমান। সংস্কার একটি নির্বাচিত সরকার আসলে পুরোপুরি সংস্কার করা সম্ভব। তাই কেয়ারটেকার সরকারকে বলবো দ্রুত সম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করুন।
বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী বলেন আজকের যে ইফতার মাহফিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির মূল দল করা উচিত ছিল ।
বিএনপির অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগকে স্বাগত জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একত্রে এ ইফতার মাহফিলের আয়োজন করছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংবাদিকদের কেউ স্বাগত জানান এবং বলেন আমরা মাঠে যে কষ্ট করিয়াছি তারচেয়ে বেশি আমার সাংবাদিক ভাইয়েরা করেছেন।
যুবদলের শীর্ষ দুই নেতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তদারকিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।