বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির কয়েকজন এখানে এসেছিলেন। তারা দুটি লিখিত অভিযোগ করেছেন। দুদকের তফসিল ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন।
তিনি বলেন, বিএনপি দুটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিল, এখানে যে কেউ অভিযোগ করতে পারে। দুদকের বিধি মোতাবেক সেটা যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।
মাহবুব হোসেন বলেন, আমরা চাই জনগণ এগিয়ে আসুক। জনগণ এগিয়ে এলে দুর্নীতি দমন করা সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, দুদক একটি সংবিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান হলেও ডেপুটিশনে আসা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে এটা ঠিক না, এটা অনুচিত। তাদের এখানে অনেক জনবল রয়েছে। এ অনুচিত কাজের জন্য অনেক জাতীয় স্পর্শকাতর তদন্ত থেমে আছে, আটকে যাচ্ছে, এটা ঠিক না।
তিনি বলেন, আজ আমরা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এখানে এসেছিলাম। আমরা উনাদের বলেছি এখন থেকে আমরা নিয়মিত আসবো। উনাদের সাহায্য করবো দায়বদ্ধতা থেকে, যাতে উনারা সাধারণ মানুষের কাছে পরিষ্কার থাকতে পারেন।
এদিকে বিএনপি নেতাদের আসার খবরে দুদক কার্যালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়।