বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী গণঅনশন পালন করেছে বিএনপি। কর্মসূচিতে লিবালের ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টায় এ প্রতীকী গণঅনশন শুরু হয়।
গণঅনশনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনদুর্ভোগ বেড়েছে। মানুষ কষ্টে দিন যাপন করছে। সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে। লুটেরাদের কবলে পড়ে দেশবাসী অসহায় ও দিশেহারা। টিসিবির গাড়ীর সামনে জনসাধারনের ভিড় প্রমাণ করে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে।