গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির
সভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় নেতাকর্মীদের মাঝে হাতাহাতি ও সড়ক অবরোধ করছে। এর ধারা বিবরনে উল্লেখ থাকে যে, সাদুল্লাপুর উপজেলার
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি পদকে কেন্দ্র করে গত
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের চৌমাথা মোড়ে সড়ক অবরোধ করেন সভাপতি পদের প্রার্থী আমিনুর রহমান মিলনের পক্ষের নেতাকর্মীরা। এসময় তারা ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এক ঘন্টার বেশি সময় ধরে সড়কে বসে নেতাকর্মীরা অবস্থান করলেও থানা পুলিশকে নিরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে নেতাকর্মীরা ধাপেরহাটে ফিরে গেলে পরিস্থতি শান্ত হয়।
এরআগে, দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে দুই প্রার্থীই সমান ভোট পান। এতে ফলাফল ঘোষণায় বিপত্তি ঘটে। পরে জেলা ও উপজেলার নেতারা সাদুল্লাপুরে দলীয় কার্যালয়ে এসে আজ বুধবার যাচাই-বাছাই করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত দেন।
এতে বিক্ষুদ্ধ হয়ে উঠেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
দ্বিবার্ষীক কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তিনটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। কাউন্সিলে মোট ৪৫৯ জনের মধ্যে ৪৫৮ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।