বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলু (৫৫ বছর) মারা গেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
খন্দকার ডাবলু বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য ছিলেন। মৃত্যুকালে স্ত্রী-সন্তান, ৩ ভাই, ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মরহুমদের জানাজা ও দাফন এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।