দুদু বলেন, বিএনপি চ্যালেঞ্জের দল। যেকোন বিরূপ মুহূর্তেও বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে যত প্রাণ দিতে হয় বিএনপি দিতে প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবেনা। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে করে তিনি বলেন, বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না।
উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতাসীনরা বলেন, এতো তাড়াহুড়ো কেন। আরে ভাই, আপনাদের কাজটা কি? ৬ মাস পেরিয়ে গেলেও আপনারা চালের দাম কমাতে পারেন নি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারেননি, বাজার সিন্ডিকেটের কথা শুনি, সেটা হাসিনার আমলে যা ছিল এখনো তাই আছে কোনো কোনো ক্ষেত্রে আরও শক্ত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে যাদের কর্মসংস্থান আপনারা করতে পারেননি যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে চাকরি দেওয়ার। তবে প্রধান উপদেষ্টা ড.ইউনুসকে আমরা সম্মান করি,তিনি জ্ঞানী মানুষ। কিন্তু তিনি ছাত্রদের দল করার কথা বলছেন। তাহলে তো তিনি নিরপেক্ষ নন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুদু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় এখন খুবই খারাপ। বর্তমানে ছেলে মেয়েরা বাইরে গেলে বাবা মায়েরা টেনশনে ভোগেন,ছেলেটা ফিরবে কিনা, মেয়েটা বাড়ি ফিরবে কিনা। সবকিছু ঠিক করতে একটি কাজ করা যায় সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। যে কাজটি গত ১৬ বছরেও হয়নি।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ পরিবারের উদ্দেশ্যে ১৭ বছর ধরে বলছি আর বলতে ইচ্ছা করে না। হাসিনার বাপ চোর, তার ভাই চোর, তার ছেলে মেয়ে সকলেই চোর। দেশের সম্পদ এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক থেকে এ পরিবার চুরি করেনি। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত তদন্ত চলবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমীনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলামসহ জেলার বিভিন্ন নেতাকর্মীরা।