1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালিহাতীর পিচুটিয়াতে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে মাগুরার আলোচিত শিশু ধর্ষণে জড়িতদের কুশপুতুল তৈরি করে ফাঁসিতে ঝুলিয়ে বিক্ষোভ জয়পুরহাট জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত জয়পুরহাটে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’র বই পেলেন ১৫ শিক্ষার্থী রাজবাড়ীর সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল একটি গোষ্ঠী ফায়দা নিতে বিএনপিকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করছে- আমিনুল হক ফায়ারফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠিত পলাশবাড়ীর জাকারিয়া পুলিশ পরিচয়ে প্রতারনা করতে গিয়ে বগুড়ায় আটক

বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকারপ্রধান করবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

আজ বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিন তার প্রশ্নে বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী সরকার যতটা সফলভাবে পরিচালনা করছেন, সমান্তরালভাবে দল ততটা সফল কি না। তৃণমূল আওয়ামী লীগ বড় শক্তি। স্মার্ট-হাইব্রিডদের কাছে তৃণমূল কোণঠাসা কি না? গত দুটি নির্বাচন নানা কারণে পুরোপুরি অংশগ্রহণমূলক হতে পারেনি। আশা করা যায়, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। গত দুটি নির্বাচন সহজ হওয়ায় আওয়ামী লীগের অনেকের মধ্যে আত্মতুষ্টি ভাব চলে এসেছে কি না? আগামী দিনে প্রধানমন্ত্রী কী চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবেন?

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রাচীন একটি দল। সাধারণ মানুষ এই দল গঠন করে। আওয়ামী লীগের প্রতিপক্ষ দলের জন্মস্থান কোথায়? মূল একটি দল আছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরশাসক। তিনি খুনি মোশতাকের সঙ্গে হাত মেলান। জাতির পিতার হত্যার সঙ্গে জড়িত তিনি। তিনি আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করেন। তিনি কারফিউ গণতন্ত্র দিয়েছেন। তার হাতে তৈরি দল বিএনপি। আরেক দল জাতীয় পার্টিও একইভাবে স্বৈরশাসকের হাতে তৈরি।

প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘যে দলগুলো তৃণমূল থেকে উঠে আসেনি, সেই দলগুলোর কাছে কী আশা করেন? ওই দলের নেতৃত্ব কার হাতে? একজন অর্থ আত্মসাৎ, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। নির্বাহী ক্ষমতা বলে সাজা স্থগিত করে বাসায় থাকার সুযোগটা দিয়েছি বয়সের কথা বিবেচনা করে। আরেকজন ১০ ট্রাক অস্ত্র মামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি ও পলাতক।’

শেখ হাসিনা বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি একেক সিটে দিনে তিনবার করে প্রার্থী পরিবর্তন করে। ঢাকা থেকে একজন ঠিক হয়। আবার লন্ডন থেকে আরেকজন। যে যত টাকা দিয়েছে, তাকে মনোনয়ন দিয়েছে। তারা মাঝখানে নির্বাচন ছেড়ে চলে গেল।

প্রধানমন্ত্রী বলেন, যখন মাঝপথে কেউ নির্বাচন ছেড়ে চলে যায়, তখন তো মাঠ ফাঁকা। বাকিরা তখন যা খুশি, তা–ই করতে পারে। সেই দোষ তো আওয়ামী লীগের না। বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে কাকে সরকারপ্রধান করবে?

শেখ হাসিনা বলেন, ‘কোনো দল নির্বাচনে জয়ী হলে কে সরকারপ্রধান হবেন, সেটা আগেই বিবেচনা করা হয়। তারা যে নির্বাচন করবে, তাতে কাকে দেখাবে? সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে? সে তো দেশের নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হয়ে কত টাকা খরচ করে ব্রিটিশ নাগরিকত্ব পেল একটু খোঁজ করেন। এখানে গণতন্ত্রের দোষ কোথায়?’

জাতীয় পার্টির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আরেকটা দলের তো তথৈবচ অবস্থা। তাদের তো সাংগঠনিক তৎপরতা নেই। আর আমাদের বাকি ছিল বাম দলগুলো। তারা তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে হতে দাঁড়ি, কমা, সেমিকোলন। ভাঙতে ভাঙতে বাম থেকে ডানে কাত হয়, কখনো বামে কাত হয়। আছে কে? শক্তিশালী একটা দল করে দেন। মাঠে দেখা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com