।। নিজস্ব প্রতিনিধি।।
দেশের বিভিন্ন স্থানে ‘বিএনপি কর্তৃক সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টির অপচেষ্টা এবং জনগণের জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করলে এক বিন্দু ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা- ১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
রোববার (৩০ জুলাই ২০২৩) বিকেলে দাউদকান্দি বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এক প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।সভা শেষে বিক্ষোভ-মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন।
বিক্ষোভ কর্মসূচিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসু দেব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য নাসিম ইউসুফ রেইন, মহিলা সদস্য জেবুন্নেছা জেবু, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লায়লা হক,উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, মোঃ আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার পারভেজ দোলন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সমীর আলম সরকার, সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানাসহ, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।