বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করতে চাইলেও বিকল্প দু’টি স্থানের নামসহ দলটির কাছে ৭টি তথ্য জানতে চেয়েছে পুলিশ। বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর কাছে বুধবার পুলিশ চিঠি দিয়ে এসব তথ্য চায়। পুলিশের পক্ষে এই চিঠি দিয়েছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া।
চিঠিতে জানতে চাওয়া হয়েছে, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কিনা সহ ৭টি তথ্য।
এদিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। দলটি এ জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল। তাদের চিঠির জবাবেও একই তথ্য চেয়েছে পুলিশ।