বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ রোববার (৭ নভেম্বর) বিকেলে গুলশানে ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিকেল সাড়ে ৩টায় বেগম খালেদা জিয়া বাসায় ফিরবেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে বলেন, আজ দুপুরে ম্যাডাম হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ অক্টোবর তার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। গত রোববার বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ড হাতে এসে পৌঁছেছে।