বঙ্গনিউজবিডি ডেস্ক: নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সিদ্ধান্তে আসলেন আপিল বোর্ড। এ নির্বাচনে চিত্রনায়িকা নিপুণের অভিযোগ আমলে নিয়ে শনিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে চিত্র নায়ক জায়েদ খানেকে তার পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এর আগে ভোট কেনার অভিযোগ এনে নিপুণ আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে আবেদন জানান।
চিত্রনায়িকা নিপুণকে জয়ী ঘোষণা করার পর কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।’
সোহানুর রহমান সোহান জানান, আগামীকাল বিকেল ৫টায় শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পান ১৬৩ ভোট। মাত্র ১৩ ভোটে হেরেছিলেন চিত্রনায়িকা নিপুণ। পরবর্তীতে তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনেন। নানা নাটকীয়তা শেষ হাসি হাসছেন নিপুণ।