বঙ্গনিউজবিডি ডেস্ক : গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুল হক সরকার ওরফে ফুলু সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৩ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই‘র এসআই এম.এম.বদরুল হায়দার ফুলু সরকারকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
১১ গ্রাহকের কাছ থেকে ১০ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আজিজুল কবীর নামের এক ব্যবসায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুল হক সরকার ওরফে ফুলু সরকারকে গ্রেফতার করে পুলিশ।