বঙ্গনিউজবিডি ডেস্ক: নরওয়ের উত্তরে শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। নরওয়ের উদ্ধারকারী টিম জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ন্যাটোর মহড়ায় অংশ নিয়েছিল। এতে চারজন আরোহী ছিলেন।
শনিবার নর্ডল্যান্ডের পুলিশ প্রধান বেন্ট আর্ন এনআরকে টেলিভিশনে বলেছেন, উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত বিমানের সন্ধান পেয়েছে। যুদ্ধবিমানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে ক্রু সদস্যরা পৌঁছাতে সক্ষম হয়েছে। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।