হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি,সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
রবিবার ০২ ফেব্রুয়ারি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২,১০,০০০/- টাকা। জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, আর্টিলারি পরিচালক ,অধিনায়ক, ৪ বিজিবি, ফেনী।