বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অতি ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার বিভিন্ন প্রক্রিয়ায় তিনি সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে পার্বত্য এলাকা এক বিশ্বস্ত বন্ধুকে হারিয়েছে।
আজ রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ।