এ কে এম আজাদ বিশেষ বিশেষ প্রতিনিধি : কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার মোকাম গ্রামের আয়াত আলির ছেলে মো: বিল্লাল ড্রাইভার পরকীয়ায় আসক্ত হয়ে তিন সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে বাহির করে দেয়, অভিযোগ করেন বিল্লাল ড্রাইভার স্ত্রী মোসাম্মদ রোজিনা আক্তার, মোহাম্মদ বিল্লাল ড্রাইভার দীর্ঘ ২৫ বৎসর পূর্বে একই গ্রামে পাশের বাড়িতে আনুষ্ঠানিকভাবে মোসম্মত রোজিনা আক্তার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মোছাম্মৎ রোজিনা দম্পত্তির এক কন্যা সন্তান ও দুইটি পত্র সন্তান তাহাদের ঘর আলোকিত করে, গত দুই বছর পূর্বে মোহাম্মদ বিল্লাল ড্রাইভার পরকীয়ায় লিপ্ত হন, এই ঘটনা গ্রামের ও পাশের আশেপাশের সমাজের সকলেরই জানা, রোজিনা দম্পতি কলহর সৃষ্টি হয়, বিল্লাল ড্রাইভার এর পরকীয়ার জের ধরে, এরি মাঝে বিল্লাল ড্রাইভার সন্তানদেরকে মারধর করে ঘর থেকে বের করে দেয়, রোজিনা তার এক কন্যা সন্তান ও দুই পুত্র সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে আশ্রয় গ্রহণ করে, ভুক্তভোগী রোজিনার দাবি গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে চেষ্টা করেও সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়, বিল্লাল ড্রাইভারের স্ত্রী রোজিনা আক্তার নারী ও শিশু আদালত ২ এ বিল্লাল মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, মামলাটি প্রক্রিয়া দিন, পরকীয়ার এমন ঘটনার প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন তার পরিবারসহ এলাকাবাসী।