মঈন মাহমুদ: আজ ৩ জুলাই ইমেরিটাস অধ্যাপক দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের সাথে বিসিকের নকশাবিদ ও কারুশিল্পীদের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি “স্মার্ট নকশা কেন্দ্র ” গড়ে তোলার লক্ষ্যে নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।
রাজধানীর মতিঝিলস্থ বিসিক, নকশা কেন্দ্রের ‘জয়নুল আবেদিন প্রদর্শন কক্ষে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু চিত্রকলা বিশেষজ্ঞ এবং চারু ও কারুকলা গবেষক শিল্পী সামিনা নাফিজ। এতে সভাপতিত্ব করেন আব্দুন নাসের, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প), বিসিক। স্বাগত বক্তব্য রাখেন মোঃ রাহাত উদ্দিন, প্রধান নকশাবিদ (অ.দায়িত্ব)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিক বিপণন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক নকশা কেন্দ্রের নকশাবিদ শেখ আলী আশরাফ ফারুক।