তার পারিবারিক সূত্র জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছিলো। ইউনাইটেড হাসপাতালে ৩ দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকায় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
২০০৩ সালে সিটি করপোরেশন নির্বাচনের ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন দিলু। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গ্রেফতার ও বরখাস্ত হলে ভারপ্রাপ্ত মেয়র হন তিনি।