বঙ্গনিউজবিডি ডেস্ক : জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের সাথে গ্রুপ বীমার চুক্তি হয় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির। ওই সমিতির আওতাধীন লালপুর উপজেলার আব্দুলপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বীমা গ্রাহক রেজাউল করিম গত ৬ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার (১৫জুলাই) সকাল দশটায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নিজ কার্যালয়ে ৫লাখ টাকার চেক প্রদান করেন।
কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম এর কাছ থেকে মনোনীতকের পক্ষে চেকটি গ্রহণ করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোমীনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মজিদ, নাটোর সার্ভিস সেন্টার ইনচার্জ প্রকল্প পরিচালক মোঃ কামাল মৃধা, প্রকল্প পরিচালক মাওলানা মোঃ রুহুল আমিন ও সালাহ্ উদ্দিন।