ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা উভয়টিতেই) পৃথক আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবার উপ পরিচালক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। শিশু পরিবার (বালিকা) উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং শিশু পরিবার (বালক) উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহিন।
অনুষ্ঠানকে ঘিরে শবদলহাট সরকারি শিশু পরিবার (বালক) এবং শান্তিনগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এ শতাধিক এতিম শিশু শিক্ষার্থীর উৎসবমুখর পদচারণায় মুখরিত হয়ে ওঠে শিশু পরিবারের দুইটি অঙ্গন। শিশুদের সাথে আনন্দমুখর অনেকটা সময় কাটান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তাঁরা শিশুদের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন এবং তাদের আনন্দে আপ্লুত হন।
শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা! অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবার সহকারি পরিচালক সাইয়েদা সুলতানাসহ শিশু পরিবার ও সমাজসেবার কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।