রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:
“বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা শীর্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা যুব বিভাগ এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার শুরা ও কর্মপরিষদের সদস্য এবং যুব বিভাগের বিভাগীয় সেক্রেটারি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনে জামায়াত সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুরা ও কর্ম পররিষদের সদস্য এবং দিনাজপুর জেলা তারবিয়াত সেক্রেটারি রবিউল ইসলাম, শুরা ও কর্ম পররিষদের সদস্য এবং জেলা অফিস সেক্রেটারি মাওলানা সহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান,বীরগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি কে এম দেলোয়ার হোসেন, বীরগজ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: হামিদুর রহমান।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি আমিনুল ইসলাম ও সহ সেক্রেটারি রেজাউল ইসলাম রিজু।
এসময় যুব বিভাগের সদস্য ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।