রনজিৎ সরকার রাজ বাংলাদেশ প্রতিনিধি:ট্রাফিক নিয়ন্ত্রণসহ জননিরাপত্তা নিশ্চিতকরণে বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান ও জনসচেতনতা মূলক বিশেষ অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা। আজ শনিবার (৫ই এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরশহরের তাজমহল মোড় চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়ছে। এ সময় দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে নিরাপত্তা নিশ্চিত করণে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা। সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন যৌথ অভিযান তৎপরতায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন বীরগঞ্জ থানা প্রশাসনের পুলিশ সদস্যগণ। সেনাবাহিনীর দ্বায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা এই অভিযানে উপস্থিত থেকে অভিযানটি পরিচালনা করেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অভিযানটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা সদস্যগণেরা।