রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল নিজপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল,
স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সকল সহযোগী সংগঠন এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ রবিবার বিকাল ৫টায় নিজপাড়া ইউনিয়নের চেয়াম্যান আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রিয় কমিটির ১নং সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম। তিনি বলেন সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজন করার তাগিদ দেন তিনি। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু সংস্কারসহ বিভিন্ন ইস্যুর নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না।
অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক জুলিয়ার্স জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধরী,উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহীন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলিমদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির রহমান,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাইস হাসান তারেক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশসহ আরোও অনেকে। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।