এরনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ্যাডভোকেসী সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। এসময় বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা জানান, আগামী ১৫ মার্চ শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। উপজেলায় মোট ২৬৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪,১৪৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৩,১৬০ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।