আসলাম ইকবাল : হাওর জংঙ্গল মহিশের শিং, এই মিলে ময়মনসিংহ। নানা ঐহিত্য ও সংস্কৃতির আভাসস্থল ময়মনসিংহ। ময়মনসিংহ গীতিকা মহুয়া মলুয়ার দেশ ময়মনসিংহ। সেই ময়মনসিংহে শুরু হচ্ছে ‘বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুনামেন্ট-২০২৩’। ৯দিন ব্যাপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে ৩০ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। টুর্নামেন্ট আয়োজনে রয়েছেন-বৃহত্তর ময়মনসিংহ সমিতি ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ। বৃহত্তর ময়মনসিংহের বিভাগীয় শহর ময়মনসিংহসহ ৬টি জেলা জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাংগাইলের ফুটবল দল খেলায় অংশ গ্রহণ করবে। খেলা চলবে ৩০ সেপ্টেম্বর হইতে ৯ অক্টোবর পর্যন্ত। আগামী ৯ অক্টোবর ফাইনাল খেলা নেত্রোকোনায় অনুষ্ঠিত হবে। বৃহত্তর ময়মনসিংহর প্রতিটি জেলায় ক্রীয়া স্টেডিয়ামে বেলা ৩টা ও ২-৩০ টায় পুরুষ দলের পাশাপাশি মহিলা দলের খেলাও অনুষ্ঠিত হবে। মহিলা দলের ফাইনাল খেলা আগামী ৮ অক্টোবর২.৩০ মি. ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফুটবল খেলা উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর কাকরাইল আইডিইবি সেমিনার হলে বিকেলে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্ট নিয়ে কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক সাবেক ইঞ্জিঃ হাফিজুর রহমান মুন্সী টিপু ও আলোচনা করেন-সদস্য সচিব নাজিরুল ইসলাম নাজু ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিস্টার ও বেলাল হোসেন। উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, সমিতি ও পরিষদের দুই সংগঠনের কর্মকর্তা, শেরপুরের মেয়র লিটন, অর্থ কমিটির এড. সাহিদা খান, ক্রড়াবিদ শামীম খান টিটু, এবং জেলার কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। যৌথ সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম। তাছাড়া টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন পরিষদ ও সমিতির সভাপতি সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। ছবিঃ শাকিল ও মিন্টু।